এম এইচ রশীদ। প্রতিনিধিঃ-(বিরামপুর) দিনাজপুর।
হাকিমপুর (হিলি) কাস্টমস উপ-কমিশনার কামরুল ইসলাম। জানান, ভারত সীমান্ত পেরিয়ে হিলিতে অবৈধভাবে পাচারের সময় বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে জব্দকৃত শাড়ি ১৫ হাজার ২৪৬ পিচ, থ্রি-পিস ৮২৭ পিচ ও চাদর ৭ হাজার ৩২১ পিচ হিলি কাস্টমসে জমা হয়। সেই সব পণ্য কাস্টমসের গুদামে দীর্ঘদিন ধরে পড়ে ছিল। এসব পণ্য নষ্ট না করে সব প্রক্রিয়া শেষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে। গতকাল দুটি কাভার ভ্যানে করে মালামাল গুলো ঢাকার উদ্দশ্যে রওনা দেয় বলে তিনি জানান।